Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২৪

ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শহিদুল ইসলাম -এর জীবন বৃত্তান্ত

মোঃ শহিদুল ইসলাম

ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড

জনাব মোঃ শহিদুল ইসলাম টেলিকমিউনিকেশন এবং আইটি সেক্টরে ২৯ বছরেরও বেশি সময় ধরে কর্মজীবনের সাথে জড়িত একজন বিশিষ্ট পেশাদার কর্মকর্তা। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি)-এ একজন শিক্ষানবিশ প্রোগ্রামার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন, যেখানে তিনি ইউনিক্স অপারেটিং সিস্টেম, RDBMS এবং C/C++-এ দক্ষতা অর্জন করেন, যা তাঁর ব্যাপক প্রযুক্তিগত জ্ঞানের ভিত্তি তৈরি করে।

১৯৯৮ সালে, ১৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জনাব মোঃ শহিদুল ইসলাম বাংলাদেশ টেলিকম-ক্যাডার সার্ভিসে যোগদান করেন। বিটিটিবি/বিটিসিএল-এ থাকাকালীন তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য অবদানগুলির মধ্যে একটি ছিল ঢাকা-চট্টগ্রাম অপটিক্যাল ফাইবার প্রকল্প স্থাপনের কাজ। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত, তিনি উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন SDH ট্রান্সমিশন যন্ত্রপাতি/সরঞ্জামাদিসহ প্রায় ৪৫০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপনের তদারকি/তত্ত্বাবধানের কাজে জন্য নিয়োজিত ছিলেন - এইটি তৎকালিন বিটিটিবি-এর গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন প্রকল্প যা দেশের তথ্য প্রযুক্তির ও টেলিযোগাযোগ স্বক্ষমতা শক্তিশালী করে।

২০১৬ সালে, জনাব মোঃ শহিদুল ইসলাম বিটিসিএল ডাটা ও ইন্টারনেট অটোমেশন সিস্টেম প্রবর্তন র্শীষক প্রকল্প এবং তা সফলভাবে তত্ত্বাবধানের মাধ্যমে বাস্তবায়নপূর্বক বিটিসিএল-এর পরিষেবা গ্রাহক পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই অগ্রণী উদ্যোগটি বিটিসিএল-এর ডাটা ও ইন্টারনেট বিভাগের মধ্যে সমস্ত পরিষেবা এই স্বয়ংক্রিয় সিস্টেমের আওতায় আসে, যার ফলে গ্রাহকগণ অনলাইনে পরিষেবা গ্রহণের আবেদন ফর্মগুলি পূরণ করতে, সেবা মূল্যের অর্থ প্রদান করতে এবং অনলাইনেই এ সংক্রান্ত যে কোন সমস্যা রিপোর্ট করতে পারেন। এই সিস্টেমটি বাস্তবায়নে তাঁর নেতৃত্বে বিটিসিএলের গ্রাহক অভিজ্ঞতাকে নতুন মাত্রায় উন্নিত করেছে এবং এটা অধিকতর কার্যকারি পরিষেবা ব্যবস্থা হিসাবে গ্রাহকগণের নিকট ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

তিনি নভেম্বর ২০২০ সাল থেকে এপ্রিল ২০২৪ সাল পর্যন্ত বিএসসিপিএলসি-এ মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করে তাঁর লক্ষণীয় কর্মজীবন অব্যাহত রাখেন, যেখানে তিনি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং পরিকল্পনা বিভাগের নেতৃত্ব দেন, প্রতিষ্ঠানের সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখেন। বিএসসিপিএলসি-তে তাঁর সময়কাল অতিক্রান্ত করার পর, তিনি টেলিযোগাযোগ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, তৎপরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস আদেশবলে তাঁকে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বিসিএসএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়, যা ৩ অক্টোবর’ ২০২৪-এ তাঁর বিশিষ্ট কর্মজীবনের একটি নতুন অধ্যায় সূচনা করে।

একটি সম্ভ্রান্ত এবং সুপ্রতিষ্ঠিত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী, জনাব মোঃ শহিদুল ইসলাম বিবাহিত এবং তাঁর দুইজন কৃতি সন্তান রয়েছে, যারা বর্তমানে বিদেশে একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার্থে অধ্যয়নরত আছেন। তাঁর সহধর্মিণী একজন নিবেদিতপ্রাণ গৃহকত্রী, যিনি গৃহপণা’র পাশাপাশি সদাসর্বদা তাঁদের সন্তানদের প্রাথমিক পথপ্রর্দশক এবং শিক্ষাবিদ হিসেবে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন।